বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন-২ এর শিরোপা জিতল মিরপুর কিংস

কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন-২ এর শিরোপা জিতল মিরপুর কিংস 

1348231

রাজধানীর শ্যামলীস্থ শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে টিম ব্যাকবেঞ্চার’কে হারিয়ে ‘কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন-২’ এর শিরোপা জিতেছে মিরপুর কিংস। এর আগে সকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টিম ব্যাকবেঞ্চারস ২৯ রানে কিংস অব কেরানীগঞ্জকে পরাজিত করে। অপর সেমিফাইনালে মিরপুর কিংস ৫ রানে নওয়াব অব ওল্ড ঢাকাকে পরাজিত করে।

আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানবকল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে। বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে দ্বিতীয়বারের মত সারা বাংলাদেশ থেকে ১৬টি দল নিয়ে গত ৫, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২১ কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন-২ এর গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, এই আয়োজনে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লু, “ব্রান্ড হাউজ” এর শাফিন ইয়ারা, ও “আমরাই কিংবদন্তী” গ্রুপের এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজনের অংশগ্রহনকারী দল গুলো:

গ্রুপ- এঃ ১। ইউনাইটেড ফ্রেন্ড অফ মহেশপুর ২। ঢাকা ১২০৬ কে সি ৩। ডি এম স্মেসারস ৪। মিরপুর চেলেঞ্জারস

গ্রুপ- বিঃ ১। মিরপুর কিংস ২। উত্তরা ইউনাইটেড ০০-০২ ৩। টিম বেকবেঞ্চারস ৪। ব্রাহ্মানবাড়িয়া বার্নারস

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone