খাশোগিকে হত্যার অনুমোদন দেন সৌদি যুবরাজ,৭৬ সৌদি নাগরিকের যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
সাংবাদিক জামাল খাসোগি হত্যার গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স। প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে যে খাসোগি হত্যায় নির্দেশনা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।সৌদি সরকার বরাবরই এ হত্যাকাণ্ডে যুবরাজের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি অস্বীকার করেছে। খবর রয়টার্স
মার্কিন যুক্তরাষ্ট্র জামাল খাসোগি হত্যার ঘটনায় ৭৬ সৌদি আরবের নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে । ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে খাসোগিকে হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিস্বরূপ এই ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই নিষেধাজ্ঞার আওতায় সৌদি যুবরাজকে রাখা হয়নি। খবর আল জাজিরার
নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সীমান্তে সবার সুরক্ষা নিশ্চিত করতে কোনো অপরাধীদের প্রবেশে অনুমতি দেয়া উচিত নয়।