জনপ্রিয়তা যাচাই করুন গণভোট দিয়ে : খন্দকার মাহবুব
এইদেশ এইসময়, ঢাকা : গণভোট দিয়ে সরকারের জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রতিবেশী দেশের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অলকমিউনিটি ফোরাম আয়োজিত এ আলোচনা সভায় মাহবুব বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তাই তারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী অভিনন্দনের ম্যাডেল পরে ফেলেছেন। কারণ এটি কারটিসি। তবে বিদেশিরা কখনোই নির্বাচনকে গ্রহণযোগ্য হয়েছে বলে স্বীকৃতি দেয়নি।
সংগঠনের উপদেষ্টা আশরাফ বকুলের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ইউসুফ হায়দার প্রমুখ।