বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলি, ২ জনের মৃত্যু

মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলি, ২ জনের মৃত্যু 

মিয়ানমারে-বিক্ষোভ

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে টানা দ্বিতীয় দিনেও নির্বিচারি দমন-পীড়ন অব্যাহত রেখেছে জান্তা সরকার। সামরিক অভ্যুত্থানের পর থেকে সেনাবিরোধীদের আন্দোলনে বিশৃঙ্খলায় পতিত হয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুটি শহরে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।প্রধান শহর ইয়াঙ্গুনে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাসও নিক্ষেপ করেও ব্যর্থতার পর পুলিশ গুলি চালায়।এক ব্যক্তিকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর দায়েইতেও গুলি চালিয়েছে পুলিশ। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় রাজনীতিক কিয়াউ মিন। স্থানীয় সংবাদমাধ্যমও জানিয়েছে, একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone