বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » হুথিদের ক্ষেপণাস্ত্র ব্যর্থ করে দিয়েছে রিয়াদ

হুথিদের ক্ষেপণাস্ত্র ব্যর্থ করে দিয়েছে রিয়াদ 

Saudi army artillery fire shells towards Houthi movement positions at the Saudi border with Yemen April 15, 2015. REUTERS/Stringer TPX IMAGES OF THE DAY      - RTR4XHTX

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ছুড়েছে বলে দাবি করেছে জোট।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। শনিবার গভীর রাতে রাজধানী ও তার আশপাশের এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রিয়াদের রাতের আকাশকে সে সময় আলোকোজ্জল দেখা গেছে বলে জানিয়েছেন তারা। এখাবারিয়ার ভিডিও ফুটেজেও সেই দৃশ্য ধরা পড়েছে।তবে রিয়াদকে লক্ষ্য করে মোট কয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবং সেগুলোর মধ্যে কয়টিকে ব্যর্থ করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য প্রতিবেদনে জানায়নি এখাবারিয়া। সৌদি সেনাবাহিনীর কোনও কর্মকর্তাও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

এক সৌদি সেনা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের ‘দুর্গ’ বলে পরিচিত দেশটির উত্তরাঞ্চলের মারিব শহরে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। সেই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে মনে করছেন তারা। ইয়েমেনের সবচেয়ে সমৃদ্ধ তেলের খনিগুলো মারিবেই রয়েছে। এদিকে শনিবার রিয়াদ ছাড়াও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে সেনাবাহিনী অধ্যুষিত শহর খামিস মুশাইত এবং জিজান সিটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সেগুলোও ব্যর্থ করে দেওয়া হয়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এই শহর দু’টিকে লক্ষ্য করে চারটি ড্রোন ছুড়েছিল হুথিরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone