বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ভার্চুয়াল সম্মেলন করতে যাচ্ছেন মার্কিন ও মেক্সিকোর প্রেসিডেন্ট

ভার্চুয়াল সম্মেলন করতে যাচ্ছেন মার্কিন ও মেক্সিকোর প্রেসিডেন্ট 

file-20190625-81745-kg2x6h

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহের গোড়ার দিকে বিদেশি নেতার সঙ্গে তার দ্বিতীয় ‘ভার্চুয়াল’ সম্মেলনে অংশ নেবেন। এ সময় তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদরের সঙ্গে আলোচনা করবেন। খবর এএফপি’র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এক বিবৃতিতে বলেন, ‘আগামী ১ মার্চ সোমবার প্রেসিডেন্ট জো বাইডেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদরের সঙ্গে সম্মেলন করবেন।’ তিনি আরো বলেন, ভার্চুয়াল এ সম্মেলনে তারা অভিবাসন বিষয়ে সহযোগিতা, সাউদার্ন মেক্সিকো ও সেন্ট্রাল আমেরিকায় যৌথ উন্নয়ন প্রচেষ্টা, কোভিড-১৯ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone