আজমীর শরিফে সারা আলি খান
সারা আলি খান তার মা অমৃতা সিংকে নিয়ে আজমির শরিফ দরগাহ পরিদর্শনে যান। শুক্রবার জুম্মার দিনে রাজস্থানের আজমির শরীফ দরগাহতে পৌঁছে মায়ের সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সারা।
ছবির ক্যাপশনে সবাইকে ‘জুম্মা মোবারক’ জানান তিনি। মা ও মেয়ে দুজনই পরেছিলেন ভারতীয় ঐতিহ্যিক পোশাক। দুজনের মুখেই মাস্ক ছিল।
সম্প্রতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। তার আগে উপহার হাতে সাইফ-কারিনার বাড়িতে যেতে দেখা যায় সারাকে।
সারাকে সর্বশেষ বরুণ ধাওয়ানের বিপরীতে ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমায় দেখা গেছে। তাকে আগামীতে ‘অতরঙ্গি রে’ সিনেমায় দেখা যাবে। এতে রয়েছেন অক্ষয় কুমার ও ধানুশ। সিনেমাটি পরিচালনা করেছেন আনন্দ এল রায়।