‘রাগিনী এমএমএস টু’-তে সানি’র বাণিজ্যিক উপস্থিতি !
বিনোদন ডেস্ক : অভিনেত্রী সানি লিওন তার অভিনীত রাগিনী এমএমএস টু সম্পর্কে বলেছেন, সিক্যুয়ালটির প্রথম সিনেমাটির চাইতেও এটি প্রকৃত অর্থে বাণিজ্যিক ছবি।
দ্য সং অব বডিডোল এর প্রকাশনা অনুষ্ঠানে সানি বলেন, ‘রাগিনীর প্রথম সিনেমার সঙ্গে বর্তমান সিনেমাটি অনেক তফাত’।
তিনি আরো বলেন, ‘প্রথম সিনেমাটি দেখতে বাস্তব মনে হয়। এটি দেখলে মনে হতে পারে কেউ একটি হ্যান্ডিক্যামে দৃশ্যগুলো ধারণ করেছেন। তাছাড়া ওই সিনেমার জুটিটিকে দেখলেও মনে হয় তারা প্রকৃত অর্থেই জুটি। তাছাড়া ভিন্ন কোন কারণে একজন ছেলে তার প্রেমিকাকে কোথাও নিয়ে গেছে’।
‘তবে এবারের ছবিটি অনেক বেশি বাণিজ্যিক। এখানে অনেক বেশি পিছনের গল্প আছে। এখানে রাগিনীর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে’। ৩৩ বছর বয়সি এই তারকা তার বক্তেব্যের সঙ্গে এটা যোগ করেন।
তার কথার সঙ্গে একমত পোষণ করেন সিনেমাটির পরিচালক ভূষণ প্যাটেল। তিনি এই সিনেমাটিকে আরো বেশি লোমহর্ষক এবং আকর্ষণীয় বলে মন্তব্য করেন। তিনি সিনেমাটির গানগুলো সম্পর্কেও আলাদাভাবে বলেন।
প্যাটেল বলেন, ‘এটা অনেক বৃহৎ, ভালো এবং আকর্ষণীয়। ছবিটি অনেক বেশি উত্তেজক এবং ভীতিকর। এর গানগুলো অনেক বেশি গ্ল্যামারাস। এই সিনেমায় হানি সিং-এর বডিডোল গানটি সবার মনকে ছুঁয়ে যাবে। ছবিতে এই গানটি ছাড়াও আরো একটি রোমান্টিক ধাচের গান রয়েছে।’।
সিনেমাটি আগামী ২১ মার্চ ভারতে মুক্তি পেতে যাচ্চে। এতে আরো অভিনয় করেছেন দেবী দত্ত, পারভীন দাস, সন্ধী মৃদুল।