দুর্নীতির অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ড
ঘুষ ও দুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার প্যারিস আদালত সাবেক প্রেসিডেন্টকে এ সাজা দেয়। জানা গেছে, তার বিরুদ্ধে এক ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার অভিযোগ ছিল। একই অপরাধে ওই ম্যাজিস্ট্রেট এবং সারকোজির আইনজীবীর থিয়েরি হেরজঁরও একই সাজা হয়েছে। অভিযোগ রয়েছে ম্যাজিস্ট্রেট গিলবার্ট অ্যাজিবার্টকে মোনাকো শহরে বড় চাকরি দেওয়ার বিনিময়ে সারকোজি তার রাজনৈতিক দলের বিরুদ্ধে ফৌজদারী প্রক্রিয়ার গোপন তথ্য হাতিয়েছিলেন। তবে আদালতের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে সারকোজির। ফ্রান্সের ইতিহাস এই প্রথম কোনো প্রেসিডেন্ট এমন সাজা পেলেন। তবে আদালতের রায়ে দুই বছরের সাজা স্থগিত করা হয়েছে এবং এক বছর সারকোজিকে কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে সশ্রম সাজার অধীনে বৈদ্যুতিক ট্যাগিং দিয়ে নজরদারিতে রাখা হবে।