২০২৪ এর প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হতে চান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ সালে তৃতীয়বারের মতো লড়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও প্রেসিডেন্ট হয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন নতুন কোনো দল গঠনের পরিকল্পনা তার নেই। বরং রিপাবলিকান পার্টিকেই আরও সুসংহত করবেন।
বিবিসি জানায়, ডেমোক্র্যাট জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই ট্রাম্পের প্রথম বক্তৃতা। সেখানে ২০২৪ সালে আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন। অভিশংসন ট্রায়াল থেকে খালাস পাওয়ার সপ্তাহখানেক পর ট্রাম্প এ বক্তৃতা দিলেন। অরল্যান্ডোর কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি)-এ হাজির হয়ে রিপাবলিকান পার্টির ওপর ক্রমাগত নিজের প্রভাব জাহির করেন। ক্যাপিটল হিলে ঘটা সহিংসতার পর থেকে ফেইসবুক ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ রয়েছেন আমেরিকার সাবেক এ প্রেসিডেন্ট।