বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » খালেদাকে ডেপুটি স্পিকার- এখন তওবা পড়েন

খালেদাকে ডেপুটি স্পিকার- এখন তওবা পড়েন 

spikar ai

এইদেশ এইসময়, ঢাকা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, আপনি দেশের সাড়ে ১২টা বাজিয়ে দিয়েছেন। এখন তওবা পড়েন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছেন এবং এখন তার মাশুল দিচ্ছেন।

শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমরা দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করি । রাজনীতির নামে মানুষ হত্যা করা যায় না। যারা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে, আন্দোলনের নামে নৈরাজ্য করে দেশের জনগণ কোন দিন তাদের ভোট দেবে না। সেটা জাতীয় নির্বাচন হোক আর উপজেলা নির্বাচন হোক।

গণতান্ত্রিক দেশে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, এটা বুঝতে পেরেই বিএনপি এখন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে।

ঢাকা মহনাগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সংদস্য হাজী সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মীর হোসেন আক্তার, হারুনুর রশীদ চৌধুরী, ব্যারিষ্টার জাকির হোসেন, হুমায়ন কবির প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone