বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের জন্য তিনটি নারী দল ঘোষণা

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের জন্য তিনটি নারী দল ঘোষণা 

220036vee

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের জন্য তিনটি নারী দলের ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ও অনূর্ধ্ব-১৯ নিয়ে গঠন করা বাংলাদেশ লাল, বাংলাদেশ সবুজ ও বাংলাদেশ নীল নামে তিন দল গেমসে অংশ নেবে। পহেলা এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ গেমস। তবে নারীদের ইভেন্ট শুরু হবে ৬ মার্চ। ফাইনাল হবে ১২ মার্চ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে হবার কথা, কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাথে আলোচনা করবে বিসিবি। বাংলাদেশ গেমসে তিন দলের ৫০ ওভারের প্রতিযোগিতা অর্ন্তুভুক্ত ছিলো। টি-টোয়েন্টির পরিবর্তে ওয়ানডে নির্ধারণ হয়েছে। দক্ষিন আফ্রিকার বিপক্ষেআসন্ন সিরিজকে সামনে রেখে চলছে নারী ক্রিকেটারদের অনুশীলন পর্ব।

বিসিবির নারী উইং চেয়ারম্যান শফিউল আল চৌধুরি নাদেল বলেন, ‘যেহেতু আমরা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ গেমস আমাদের প্রস্তুতির মঞ্চ। আইসিসি বিশ্বকাপে ৫০ ওভারের ফরম্যাটে বাছাইয়ের পাশাপাশি সফরকারীদের সাথে সিরিজও আছে। আমরা বিওএকে ফরম্যাট পরিবর্তনের কথা বলেছি, যা প্রাথমিকভাবে টি-টোয়েন্টিতে করার পরিকল্পনা।’

তিনটি দল একটি করে ম্যাচ খেলবে। ৬ মার্চ লাল দল নীল দলের মুখোমুখি হবে। সেরা দুই দল ফাইনাল খেলবে। ইতোমধ্যে তিনটি দল সিলেটে পৌঁছে গেছে। ৫ মার্চ পর্যন্ত তাদের অনুশীলন সেশন চলবে।

বাংলাদেশ লাল দল : রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), লতা মন্ডল, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জিন্নাত আছিয়া অর্থি, সুরাইয়া আজমিম, লাবনী আক্তার, পূজা চক্রবর্তী, আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা (অনূর্ধ্ব-১৯), সাবাকুন নাহার চৈতি (অনূর্ধ্ব-১৯), লেকি চাকমা (অনূর্ধ্ব-১৯), রাবেয়া খাতুন (অনূর্ধ্ব-১৯), মর্জিনা আক্তার মিম (অনূর্ধ্ব-১৯)।

টিম ম্যানেজমেন্ট- কাজী মাশুক আল বারি (ম্যানেজার), ফয়সাল হোসেন ডিকেন্স (কোচ), নাসির উদ্দিন ফারুক (সহকারী কোচ)।

বাংলাদেশ সবুজ দল : শারমিন সুলতানা, সানজিদা ইসলাম, টুম্পা খাতুন (উইকেটরক্ষক) রুমানা আহমেদ, রিতু মনি, সুমাইয়া আকতার, পান্না ঘোষ, সানজিদা আক্তার মেঘলা, সান্ধিয়া ইসলাম আশা, খাদিজা-তুল-কুবরা, মিষ্টি রাণী সাহা (অনূর্ধ্ব-১৯), জান্নাতুল মহুয়া (অনূর্ধ্ব-১৯), দিশা বিশ্বাস (অনূর্ধ্ব-১৯), দিলারা আক্তার দোলা (অনূর্ধ্ব-১৯), মারুফা আক্তার (অনূর্ধ্ব-১৯)।

টিম ম্যানেজমেন্ট- সরফরাজ নেওয়াজ (ম্যানেজার), দীপু রায় চৌধুরী (কোচ), ডলার মাহমুদ (সহকারী কোচ)।

বাংলাদেশ নীল দল : মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, একা মল্লিক, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), ইশমা তানজিম, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, জাহানারা আলম, মুমতা হেনা হাসনাত, রাবেয়া, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাল্গুনি চৌধুরী বন্যা (অনূর্ধ্ব-১৯), উন্নতি আক্তার (অনূর্ধ্ব-১৯), স্বর্ণা আক্তার (অনূর্ধ্ব-১৯), রিয়া আক্তার শিখা (অনূর্ধ্ব-১৯)।
টিম ম্যানেজমেন্ট- রুহুল আমিন (ম্যানেজার), শাহনেওয়াজ শহিদ শানু (কোচ), একেএম মাহমুদ ইমন (সহকারী কোচ)।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone