বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, December 27, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » জমজম কূপের প্রধান প্রকৌশলী ড. ইয়াহইয়া হামজা ইন্তেকাল করেছেন

জমজম কূপের প্রধান প্রকৌশলী ড. ইয়াহইয়া হামজা ইন্তেকাল করেছেন 

f80099fe-f41b-4775-9bdb-6c8441f27247

জমজম কূপের সাবেক প্রধান প্রকৌশলী ড. ইয়াহইয়াহ হামজা কোশক (৮০)  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। ড. ইয়াহইয়া হামজা কোশক সৌদি আরবের প্রকৌশলীদের জনক হিসেবে পরিচিত। জমজম কূপের উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী অনেক উন্নয়নকাজের জনক ড. কোশক। তার মৃত্যুতে সৌদি আরব গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে। খবর আরব নিউজের।

প্রকৌশলী ড. ইয়াহইয়াহ হামজা প্রথম জমজমের উন্নয়ন ও সম্প্রসারণে কূপে ভেতরে প্রবেশ করেছিলেন। তিনি সৌদি আরবের ন্যাশনাল ওয়াটার কোম্পানির মহাপরিচালক ছিলেন। সৌদির প্রেস ও প্রকাশনা সংস্থার সদস্যও ছিলেন তিনি। সৌদি আরবের ন্যাশনাল ওয়াটার কোম্পানিতে দায়িত্ব পালনকালে এবং জমজম কূপের উন্নয়নে কাজ করার সময় তিনি তার সহকর্মীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। জমজমের পানি প্রবাহধারা, পরিচ্ছন্নতার উপর তিনি ‘Zamzam : The Holy Water’ নামে একটি বই রচনা করেন। ওই বইতে তার দেখা জমজম কূপের অভ্যন্তরের বিবরণ স্থান পেয়েছে। প্রত্নতাত্বিক সব বিষয় তিনি ওই বইতে তুলে ধরেন। প্রকৌশলী ইয়াহইয়া জানিয়েছিলেন, ‘জমজম কূপের মধ্যে তিনি পানির দুইটি উৎস দেখেছিলেন। যার একটি এসেছে কাবার দিক থেকে আর একটি এসেছে আজিয়াদের দিক থেকে। এছাড়াও জমজমকূপের ভেতরে পাথরের মধ্য ছোট ছোট বারোটি গর্তের অস্তিত্বও রয়েছে বলে ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়।

 

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone