হজ পালনকারীদের জন্য কোভিড-১৯ এর টিকা বাধ্যতামূলক : সৌদি সরকার
এ বছর হজ পালনকারীদের জন্য কোভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক করতে যাচ্ছে সৌদি সরকার। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ গত সোমবার এ খবর জানিয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা যারা নিয়েছেন, এবছর কেবল তাদেরই হজে যাওয়ার অনুমতি দেবে সৌদি আরব সরকার। সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ স্বাক্ষরিত এক আদেশকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর যারা হজ করতে আগ্রহী, তাদের আগেই কোভিড-১৯ এর টিকা নেওয়া থাকতে হবে। এটা হবে এবার হজে যাওয়ার অনুমতির ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত।
হজ পালনকারীদের কোভিড-১৯ এর সংক্রমণ থেকে মুক্ত রাখতে পদক্ষেপ গ্রহণে একটি কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছেন ডা. আল রাবিয়াহ। যদিও চলতি বছরের জুলাই মাসে হজে অংশ নেওয়ার বিষয়টি এখনও পরিষ্কার নয়। করোনা ভাইরাস মোকাবিলায় সীমিত সংখ্যক সৌদি এবং দেশটিতে অবস্থানরত বিদেশি মুসলিমদের অংশগ্রহণে গত বছর হজ পালন করা হয়েছিল।