বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ‘জালিমের বিরুদ্ধে নিরস্ত্র মানুষের সংগ্রামের নাম সাতক্ষীরা

‘জালিমের বিরুদ্ধে নিরস্ত্র মানুষের সংগ্রামের নাম সাতক্ষীরা 

bnp ai

ডেস্ক রিপোর্ট : ১৯ দলীয় জোটের নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, জালিম সরকারের বিরুদ্ধে নিরস্ত্র মানুষের অসাধারণ সংগ্রামের নাম সাতক্ষীরা। সাতক্ষীরা এক রক্তাক্ত জনপদ। সেখানে অসংখ্য মানুষ শহীদ ও পঙ্গু হয়েছেন। রক্তে লাল হয়েছে সাতক্ষীরার মাটি। বুলডোজার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছে বিরোধী নেতাকর্মীদের বাড়ি ঘর। বিরোধীদের ওপর গ্রেফতার ও নির্যাতন চালানো হচ্ছে অনবরত।

শনিবার বিকেলে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে সাতক্ষীরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শফিউল আলম প্রধান এই আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এ রক্তের স্রোত কখনই ব্যর্থ হতে পারে না। গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক জনগনের এ সংগ্রাম চলবে।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জাগপা’র আহ্বায়ক মজনু রহমান মজনুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুব জাগপা ঢাকা মহানগর সভাপতি জিএম আব্দুল আজিজ, জাগপা ছাত্রলীগের ঢাকা মহানগর আহ্বায়ক এ আর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone