আফগানিস্তানে তিন নারী গণমাধ্যমকর্মীকে গুলি করে হত্যা
আফগানিস্তানের জালালাবাদ শহরে তিন নারী গণমাধ্যমকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া গুলিতে একজন গুরুতর আহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, ১৮ থেকে ২০ বছর বয়সী এ নারীদের পৃথক কিন্তু সমন্বিত দুটি হামলায় হত্যা করা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।নিহতরা হলেন মুরশাল ওয়াহিদি, শাহনাজ এবং সাদিয়া। নিহতরা ইনিকাস টেলিভিশনের ডাবিং বিভাগে কাজ করতেন। ইনিকাস টিভির পরিচালক জালমাই লতিফি বলেন, অফিস থেকে বাসায় যাওয়ার সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, তারা নেতৃত্বদানকারী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে, সে তালেবানের সঙ্গে জড়িত। কিন্তু তালেবান এসব হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।সাম্প্রতিক রাজনৈতিক গুপ্তহত্যার শিকার ব্যক্তিরা হচ্ছেন সাংবাদিক, ধর্মীয় স্কলার, মানবাধিকার কর্মী ও বিচারক। আবার এ ধরনের গুপ্তহত্যার ভয়ে অনেকে বাধ্য হয়ে লুকিয়ে থাকছেন, আবার অনেকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।