এইচ টি ইমামের মৃত্যুতে সেক্টর কমান্ডারস ফোরামের শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১।
আজ বৃহস্পতিবার (০৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালে পাকিস্তান সরকারের চাকরিতে থাকা অবস্থায় পাকিস্তানের প্রতি আনুগত্য ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন এইচ টি ইমাম। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবও হন তিনি। আমরা এই বীর দেশপ্রেমিকের আত্মার শান্তি কামনা করি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
শোকবার্তায় স্বাক্ষর করেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) কে.এম. সফিউল্লাহ, বীর উত্তম, নির্বাহী সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলম এবং মহাসচিব মুক্তিযোদ্ধা ও লেখক হারুন হাবীব।