রোনালদোকে আঘাত করায় অ্যাটলেটিকোর জরিমানা
স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার কোপা ডেল রের সেমিফাইনাল দ্বিতীয় লেগে অ্যাটলেটিকোর মাদ্রিদের মাঠে খেলতে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৬ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে পাওয়া রোনালদোর জোড়া গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধ শেষে রোনালদো যখন ড্রেসিংরুমে ফিরছিলেন তখন গ্যালারী থেকে কেউ একজন রোনালদোর মাথায় লাইটার ছুড়ে মারে।
আঘাতটি মারাত্মক না হলেও জরিমানার হাত থেকে রেহাই পায়নি অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ফুটবল ফেডারেশন শুক্রবার অ্যাটলেটিকোকে ৬০০ ইউরো জরিমানা করা হয়।
তবে অ্যাটলেটিকো আঘাতকারীকে শনাঙ্ক করতে পারায় জরিমানা কম করা হয়েছে। শনাক্ত করতে না পারলে জরিমানা এর দ্বিগুণ হতে পারত।
এ বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, ‘যেহেতু এটা একটি বিচ্ছিন্ন ঘটনা সে কারণে ওই গ্যালারীটি দর্শকদের জন্য নিষিদ্ধ করা হল না। তবে সৌভাগ্য যে রোনালদো মারাত্মক কোনো আঘাত পাননি। অথবা সেই আঘাতের কারণে খেলায় কোনো ব্যাঘাত ঘটেনি। আর তাই ক্লাবটিকে ৬০০ ইউরো জরিমানা করা হয়েছে।’