অ্যাঞ্জেলিনা জোলি চার্চিলের আঁকা ছবি বিক্রি করলেন
ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের আঁকা ছবি ‘টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক’ বিক্রি করে দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। নিলামে এই চিত্রকর্মটির দাম উঠেছে ৮২ কোটি টাকা (৭ মিলিয়ন পাউন্ড)।
২০১১ সালে ব্র্যাড পিট এই দুর্লভ চিত্রকর্মটি জোলিকে উপহার দিয়েছিলেন। তখন থেকে এটি জোলির শিল্পকর্মের সংগ্রহে ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ছবিটি কিনে নিয়েছেন নিলামে।
১৯৪৩ সালের জানুয়ারিতে ক্যাসাব্লাংকা কনফারেন্সের পর এই ছবিটি এঁকেছিলেন উইনস্টন চার্চিল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আঁকা চার্চিলের একমাত্র চিত্রকর্ম। এছাড়াও বিভিন্ন সময়ে মোট ৫০০টির মতো ছবি এঁকেছেন চার্চিল।
Posted in: বিনোদন