মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩৮
মিয়ানমারে সামরিক সরকারে বিরুদ্ধে চলমান শান্তিপূর্ণ বিক্ষোভে গুলিবর্ষণে ৩৮ জন নিহত হয়েছেন। যা দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এক দিনে সর্বোচ্চ। জাতিসংঘের দূত ক্রিস্টিন শ্রেনার বার্গনার দিনটিকে ‘রক্তক্ষয়ী দিন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আজ আমি আতঙ্কজনক ও অসহনীয় ভিডিও ক্লিপস দেখেছি। একটাতে দেখা গেছে, পুলিশ একজন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীকে বেদম প্রহার করছে। এ সময় অবশ্য তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। আর একটিতে দেখা গেছে, বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করছে পুলিশ। এক মিটারের চেয়েও কম দূরত্ব থেকে। ঘটনাস্থলেই সম্ভবত তার মৃত্যু হয়েছে। যদিও আটকৃত ওই ব্যক্তি কোনো বিরোধিতা করেননি।
এ প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিডপ্রাইস বলেছেন, আমরা সকল দেশের প্রতি একসুরে বার্মার সামরিক বাহিনীর বর্বরতার নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছি। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ অবিলম্বে এ দমনÑপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন।দেশটিতে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত ৫০ জনেরও বেশি লোক নিরাপত্তা বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে।