ভুয়া বোমা আতঙ্ক : অল্প সময়ের জন্য বন্ধ তাজমহল
ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেয়ার ধাপ্পাবাজিমূলক টেলিফোনের পর বৃহস্পতিবার বিশ্বের এই ঐতিহাসিক স্থাপনা দ্রুত খালি করে ফেলা হয়। বোমার হুমকি পেয়ে বৃহস্পতিবার সকালে ভারতের আগ্রার তাজমহল অল্প সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল। তাজমহল প্রাঙ্গণ থেকে সরিয়ে দেয়া হয় দর্শনার্থীদের। অজ্ঞাতনামা এক ব্যক্তি সকাল সাড়ে ৯টার দিকে উত্তর প্রদেশ পুলিশের জরুরি ১১২ নম্বরে ফোন করে সে দাবি করে এ স্মৃতিস্তম্ভের অভ্যন্তরে একটি বোমা পেতে রাখা হয়েছে।
বোমার বিষয়ে ফোন পেয়েই উত্তর প্রদেশ পুলিশ দ্রুত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে অবহিত করে। আগ্রা পুলিশের আইজি সতীশ গণেশ বলেন, সকালে অজ্ঞাত এক ব্যক্তি উত্তর প্রদেশ পুলিশের হেল্পলাইনে ফোন করেন। ফোনে তিনি বলেন, তাজমহলে একটি বোমা বিস্ফোরিত হবে। তাৎক্ষণিকভাবে বোমা স্কোয়াড ও অন্যান্য দল পুরো তাজমহল প্রাঙ্গণে তল্লাশি চালায়। তবে সেখানে কোনো বোমা পাওয়া যায়নি। তল্লাশির পরও কোনো বোমা খুঁজে না পাওয়ার পর তাজমহলে দর্শনার্থীদের ফের ঢুকতে দেয়া হয়। স্থানীয় সময় বেলা ১১টার কিছু পর দর্শনার্থীরা আবার তাজমহল প্রাঙ্গণে ঢুকতে পারেন।