বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, November 15, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সর্তকতা

নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সর্তকতা 

DEBA5294-7E48-4921-AA6715B14AF73A9C_source

নিউজিল্যান্ডে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের উপত্তিস্থল থেকে সুনামি হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র। খবর: এএফপির ও রয়টার্স

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপকেন্দ্র ইউএজিএস ভূমিকম্পের কেন্দ্রস্থলটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে সুনামির তরঙ্গ দেখা দিতে পারে বলে সতর্ক করে। নিউজিল্যান্ডের উত্তর দিকের দ্বীপ, গিসবর্নের বাসিন্দারা জানিয়েছেন তারা হালকা থেকে মাঝারি কাঁপুনি অনুভব করেছেন। নিউজিল্যান্ডের জাতীয় দুর্যোগ ব্যাবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ফলে যে সুনামির স্রোত সৃষ্টি হয়েছে তা তাদের দেশে আছড়ে পড়বে কিনা তা এখনো পর্যালোচনা করা হচ্ছে। গার্ডিয়ান জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর উপকূলে স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা) ভূমিকম্প হয়। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone