বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, November 15, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বিধানসভা নির্বাচনে মমতার পাশে শিবসেনা

বিধানসভা নির্বাচনে মমতার পাশে শিবসেনা 

mamata-udd-1609055912

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনা। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও প্রার্থী দিচ্ছে না তারা। নিজস্ব প্রার্থী দেওয়ার বদলে মমতাকে সমর্থন দেবে তারা। বৃহস্পতিবার শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রউত বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে মনে হচ্ছে এটি দিদি বনাম সব দলের লড়াই।’  একইসঙ্গে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার আসল বাঘিনী’ বলে আখ্যা দিয়েছেন।

আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ। ৮ দফার ভোট শেষ হওয়ার কথা রয়েছে আগামী ২৯ এপ্রিল। ফল প্রকাশ ২ মে। নির্বাচনে শিবসেনার প্রার্থী দেওয়ার গুঞ্জন দীর্ঘদিনের। তবে শেষ পর্যন্ত মতবদল করল তারা। বিজেপির দীর্ঘদিনের শরিক ছিল শিবসেনা। তবে ২০১৯ সালে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিবাদের জেরে বিচ্ছেদ হয় তাদের। তারপর থেকে একাধিক বার প্রাক্তন শরিক বিজেপিকে নিশানা করেছে শিবসেনা। কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রীর দফতর নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ওই বৈঠকের পর তিনি জানিয়েছেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তার দল। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও ‘দিদি’কেই সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone