অস্ট্রেলিয়াগামী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা আটকে দিল ইতালি
অস্ট্রেলিয়াগামী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা আটকে দিয়েছে ইতালি। । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির মাত্র ৪০ শতাংশ টিকা এ বছরের প্রথম তিন মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে সরবরাহ করার পথে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রদত্ত ক্ষমতাবলে আড়াই লাখ ডোজ টিকা রফতানি আটকে দিল ইতালি। ইউরোপীয় ইউনিয়ন ও অ্যাস্ট্রাজেনেকার মধ্যকার চলমান বিতর্ক বৃদ্ধির মধ্যেই বৃহস্পতিবার (৪ মার্চ) ইতালি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। খবর : সিএনএন। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির মুখপাত্র পাওলা আনসুইনি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘টিকা রফতানি আটকে দেয়ার বিষয়ে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন একমত হয়েছে।’ উৎপাদন ঘাটতির কথা বলে এসব দেশকে টিকার ডোজ কম দিচ্ছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। আর তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ওই কম্পানির বিরোধ চলছে।