চকবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার র্যাবের, আটক ৪
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় চারজনকে আটক করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চকবাজারের চক সার্কুলার রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. হৃদয় (২২), মো. মুন্না ওরফে রজব (২১), মো. নুরে আলম তপু (৩৯) ও মোহাম্মদ রাব্বি (১৯)।
র্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে ৫ হাজার ৯৯১ পিস বিস্ফোরক জাতীয় দ্রব্য, একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। তারা গোপনীয়তার সঙ্গে দীর্ঘদিন ধরে বিস্ফোরক জাতীয় পদার্থ বিক্রয় করে আসছিলেন।
আটকদের বিরুদ্ধে চকবজার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।