পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
এইদেশ এইসময়, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাদের একজনের নাম সালাউদ্দিন (৩৫) অপরজন তার সহযোগী জুয়েল (২৭)। এই ঘটনায় এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার বিকাল সোয়া ৫টার দিকে যাত্রাবাড়ীর সুতিখালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ওয়ারি জোনের উপপুলিশ কমিশনার মোজাম্মেল হক জানান, সালাউদ্দিন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। তার নামে একাধিক মামলা রয়েছে। শনিবার বিকালে পুলিশ তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে গেলে, তার লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সালাউদ্দিন ডাকাত ও তার সহযোগী জুয়েল নিহত হয়।
তিনি আরো জানান, এসময় যাত্রবাড়ী থানার এক এসআই এবং দুই কনস্টেবল আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, এসময় তাদের কাছ থেকে একটি রিভলবার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।