বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ভারতকে ১১০ রানের টার্গেট দিলো পাইলট-সুজনরা

ভারতকে ১১০ রানের টার্গেট দিলো পাইলট-সুজনরা 

21090355

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভারত লিজেন্ডসকে ১১০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ লিজেন্ডস। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ৪ বলে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৩ বলে ৪৯ রান করেন ওপেনার নাজিমুদ্দিন।

নাজিমুদ্দিন ও জাবেদ ওমর বেলিম উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৫৯ তুললেও বাকিদের ব্যর্থতায় বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ।

জাবেদ ওমর ও রাজিন সালেহের ব্যাট থেকে এসেছে ১২ রান করে। ৭ রান করে করেছেন নাফিস ইকবার ও খালেদ মাহমুদ সুজন।

ভারতের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন বিনয় কুমার, প্রজ্ঞান ওঝা ও যুবরাজ সিং। একটি করে উইকেট নিয়েছেন মানপ্রিত গনি ও ইউসুফ পাঠান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone