আবারও টেস্ট ব়্যাংকিংয়েও এক নম্বরে ভারত
এক জয়ে বেশ কয়েকটি অর্জন হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের। ইংল্যান্ডের বিপক্ষে ৪ টেস্টের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়ে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। সেই সঙ্গে আইসিসির দলগত টেস্ট ব়্যাংকিংয়েও এক নম্বরে উঠে এসেছে কোহলি অ্যান্ড কোং। পেছনে পড়ে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাদের প্রতিযোগী নিউজিল্যান্ড।
কয়েক মাস আগেই নিউজিল্যান্ড দল অস্ট্রেলিয়ার কাছ থেকে টেস্ট ব়্যাংকিংয়ের এক নম্বর জায়গা ছিনিয়ে নিয়েছিল। এবার তাদের কাছ থেকে সিংহাসন নিজেদের দখলে নিলেন কোহলিরা। ইংল্যান্ডকে শেষ টেস্টে হারানোর পর ভারতের সংগৃহীত রেটিং পয়েন্ট ১২২। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের দখলে রয়েছে ১১৮ রেটিং পয়েন্ট। তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের দখলে রয়েছে ১১৩ পয়েন্ট।
ভারতের কাছে সিরিজ হারের পর ইংল্যান্ডের সংগ্রহে রয়েছে ১০৫ পয়েন্ট। তারা রয়েছে তালিকার ৪ নম্বরে। টেস্ট ব়্যাংকিং তালিকার প্রথম দশে পরের জায়গাগুলোতে রয়েছে পাকিস্তান (৯০), দক্ষিণ আফ্রিকা (৮৯), শ্রীলঙ্কা (৮৩), ওয়েস্ট ইন্ডিজ (৮০), আফগানিস্তান (৫৭) ও বাংলাদেশ (৫১)। শুধু টেস্ট ব়্যাংকিংয়ের এক নম্বরে ফেরাই নয়, বরং কাট অফ টাইমের মধ্যে বিশ্বের এক নম্বর দলের জায়গা ধরে রাখাও নিশ্চিত করে ফেলেছে বিরাট কোহলিরা।