মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়ে ভারতকে চিঠি
সামরিক সরকারের নির্দেশ পালনে অস্বীকৃতি জানিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে আসা পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে মিয়ানমার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সম্প্রতি মিয়ানমারের কয়েকজন পুলিশ কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে। এ ব্যাপারে ভারতের মিজোরামের এক ডেপুটি কমিশনার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তারা মিয়ানমারের ফালাম জেলা থেকে একটি চিঠি পেয়েছেন। সেখানে বলা হয়, আটজন পুলিশ কর্মকর্তার সীমান্ত অতিক্রমের খবর রয়েছে তাদের কাছে। প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তাদের যেন মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় ওই কর্মকর্তা জানান, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় আছেন। পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারসহ ৩০ জনের একটি দল আশ্রয়ের সন্ধানে মিয়ানমারের সীমান্ত অতিক্রম করে।ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এএফপি জানায়, সীমান্ত অতিক্রমের আশায় আরও মিয়ানমারের নাগরিক অপেক্ষা করছে।