করোনার বিধিনিষেধ শিথিল করল সৌদি আরব
দীর্ঘদিন ধরে চলা প্রাণঘাতী করোনা ভাইরাসের বিধিনিষেধ শিথিল করল সৌদি আরব। রবিবার (৭ মার্চ) থেকে দেশটিতে খুলেছে রেস্তোরাঁ, জিম, সিনেমা হল ও স্পোর্টস সেন্টার। সেই সঙ্গে করা যাবে ঘরোয়া অনুষ্ঠানও। এর আগে ৪ ফেব্রুয়ারি থেকে দুই দফা বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। শনিবার (৬ মার্চ) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন করে করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করতে হবে। খবর সৌদি গেজেটের
স্বাস্থ্যবিধি না মানলে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘরোয়া আয়োজনে অনুমতি দেওয়া হলেও হোটেল, রেস্তোরাঁ, কমিউনিটি সেন্টারে বড় ধরনের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা বহাল থাকবে। রেস্তোরাঁ পরিচালনার নির্দেশনায় বলা হয়েছে, ক্রেতারা একজন থেকে আরেকজন অন্তত ১.৫ মিটার দূরত্বে থাকবেন। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে ২০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না।