বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। রোববার (৭ মার্চ) বিজেপির সমাবেশ মিঠুন চক্রবর্তীর হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। তথ্যটি নিশ্চিত করে এনডিটিভির খবরে বলা হয়, আজ রোববার কলকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি। চলতি মার্চ এবং এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজসভার নির্বাচন। এ উপলক্ষে আজ কলকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উপস্থিত হওয়ার আগেই মঞ্চে এসে পদ্ম পতাকা হাতে তুলে নিলেন ফাটাকেষ্ট খ্যাত এই অভিনেতা। মিঠুন চক্রবর্তী এর আগে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগেসের সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূলের রাজ্য সভার সদস্যও ছিলেন তিনি। তৃণমূলের ভোটের প্রচারের দেখা গিয়েছিল এ অভিনেতাকে। ২০১৬ সালের শেষ দিকে সাংসদ পথ থেকে সরে দাঁড়ান মিঠুন।
রাজনাীতিতে আসার ব্যাখ্যা দিতে গিয়ে মিঠুন বলেন, ‘আর একটা স্বপ্ন আমি দেখেছিলাম যে, আমি গরিবদের জন্য কিছু করব। আজ মনে হচ্ছে, কোথাও যেন সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি। কারণ স্বপ্ন শুধু দেখার জন্য নয়। তা সফল হওয়ার জন্যই আসে। কেউ যদি হৃদয় দিয়ে দেখে স্বপ্ন সফল হবেই।’নিজেকে ‘গর্বিত বাঙালি’ হিসেবে তুলে ধরে তিনি বলেন, ‘দেশবন্ধু চিত্তরঞ্জন, রানি রাসমণি আসলে বাঙালি। যারা মানুষের হক কেড়ে নেওয়ার চেষ্টা করবে, সেখানে আমাদের মতো কিছু লোক বাধা হয়ে দাঁড়িয়ে যাবে।’ মিঠুনকে কাছে পেয়ে তার ছবির বিখ্যাত সংলাপ শুনতে চান অনেকেই। তা বুঝতে পেরে তিনি বলেন, ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে,।’