বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর?

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর? 

115147sroddha-kapur-somoy-164403

বরুণ ধাওয়ানের পর এবার সাত পাকে বাঁধা পরতে চলেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। রোহন ও শ্রদ্ধা প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও তাদের বিয়ের গুঞ্জন চলছে বলিউডে। দুজনের পারিবারিক তরফ থেকে সমস্ত রকম সম্মতি আছে বলে জানা যাচ্ছে।

চলতি মাসের শুরুতেই পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে স্বপরিবারে মালদ্বীপ গিয়েছিলেন শ্রদ্ধা। সেখানে নায়িকার পাশাপাশি দেখা মেলে রোহনেরও।  বিয়েতে  গোলাপী পাগড়ি পরে ট্রাডিশনাল ছাতার তলায় দারুণ নেচে তাক লাগিয়েছেন শ্রদ্ধা। এছাড়া বিয়ের অনুষ্ঠানের যে ছবিগুলো দেখা যাচ্ছে তাতে বিষয়টা আর শুধু প্রেমের মধ্যেই আটকে নেই। বলিউডের খ্যাতনামা ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গেই  খুব শীঘ্রই  সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শ্রদ্ধা কাপুর।

গত শনিবার রাতে রোহনের জন্মদিনের পার্টিতে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন চর্চিত এই জুটি। শ্রদ্ধার বিয়ের কথা প্রথমে  উস্কে দিয়েছিলেন নায়িকার বন্ধু বরুণ ধাওয়ান। রোহন যখন বরুণকে বিয়ের শুভেচ্ছা জানায় তখন পাল্টা অভিনেতা বরুণ লিখেছিলেন- ‘আমি আশা করছি তুমিও তৈরি রয়েছো বিয়ের জন্য’।

রোহনের বাবা রাকেশ শ্রেষ্ঠা, আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শ্রদ্ধা এবং রোহনের যদি  দুজন বিয়ে করতে রাজি থাকলে তিনি খুশি হয়ে সব কিছু করবেন। তারা কলেজ জীবন থেকে বন্ধু। দুজনেই তাঁদের কর্মজীবনে ভালো কাজ করছে, তাই দুজনের একসঙ্গে থাকার যে কোনো সিদ্ধান্ত  বুদ্ধিমানের হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone