বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » শেকড়ের সান্নিধ্যে শাহরুখ খান

শেকড়ের সান্নিধ্যে শাহরুখ খান 

174223309896-3bfe55f6-e77f-4822-879a-55f5f5ba1607

বাস করেন মুম্বইতে। তবে বাড়ি বলতে এখনও সেই দিল্লিকেই বোঝেন শাহরুখ খান। দিল্লিতেই তার বেড়ে ওঠা। জীবনের বড় একটা সময় শাহরুখের এই দিল্লিতেই কেটেছে। দিল্লির সঙ্গে তাঁর বহুদিনের নাড়ীর টান। আবারও একবার নিজের শহরেই ফিরে গেলেন ‘দিল্লিওয়ালা’ শাহরুখ। দিল্লিতে গিয়ে বাবা-মায়ের কবরের পাশে বেশকিছুক্ষণ সময় কাটান কিং খান।

ইতমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এর বেশকিছু ছবি। ছবিতে পরনে সাদা শার্ট, কালো প্যান্ট এবং মাথায় রুমাল বেঁধে বাবা তাজ মহম্মদ খান ও মা লতিফ ফাতিমা খানের কবরের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যাচ্ছে শাহরুখকে।

অল্প বয়সেই বাবা-মাকে হারান শাহরুখ খান। বহুবার সাক্ষাৎকারে শাহরুখকে বাবা-মাকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। কিং খানের বয়স যখন মাত্র ১৫ তখনই বাবাকে হারিয়েছিলেন তিনি। জানা যায় অভিনেতার বাবা তাজ মহম্মদ খান পেশায় একজন আইনজীবী ছিলেন। স্বাধীনতা সংগ্রামেও তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। ১৯৯০ সালে মাকেও হারান শাহরুখ। বহু সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে মায়ের মৃত্যুর পর তাঁর অন্যতম অবলম্বন হয়ে ওঠেন দিদি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone