বাংলাদেশ লিজেন্ডসকে হারিয়ে দিলো পিটারসেনরা
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার ইংল্যান্ড লিজেন্ডসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ লিজেন্ডস। রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজনকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ দল। তার জায়গায় দলে আসেন আরেক অলরাউন্ডার মুশফিকুর রহমান। টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান।
বাংলাদেশের পক্ষে খালেদ মাসুদ পাইলট ৩৯ বলে ৩ চারে ৩১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরেন।মুশফিকুর রহমানের ব্যাট থেকে আসে ৩০ রান।
১১৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৬ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙড় করে ইংল্যান্ড। অধিনায়ক কেভিন পিটারসেন ৪২, ড্যারেন ম্যাডি ৩২ ও ফিল মাস্টার্ড ২৭ রান করেন। বাংলাদেশের পক্ষে অধিনায়ক মোহাম্মদ রফিক ২টি ও আলমগীর কবির ১টি করে উইকেট লাভ করেন।