বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » লন্ডনে বাড়ি কিনছেন লরেন্স-নিকোলাস

লন্ডনে বাড়ি কিনছেন লরেন্স-নিকোলাস 

JENNIFER-LAWRENCE-AND-BG20130721024804

বিনোদন ডেস্ক : হলিউড অভিনেত্রী অস্কারজয়ী জেনিফার লরেন্স ও তার প্রেমিক নিকোলাস হাল্টের জীবনে বসন্ত এসেছে অনেক আগেই। নিজেদের সর্ম্পকের ব্যাপারে এ তারকা জুটি অনেক সিরিয়াস। তাই নিজেদের তিন বছরের সম্পর্ককে স্থায়ী করার লক্ষ্যে একসঙ্গে বসবাস করার জন্যে ইংল্যান্ডে একটি বাড়ি কেনার পরিকল্পনা করেছেন তারা। এ খবর জানিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া।

জানা যায়, পর্দার ভেতরে ও বাইরে প্রেম করা এ তারকা জুটি গত ক্রিস্টমাসে লন্ডনের বার্কশায়ারে অবস্থানরত নিকোলাসের পরিবারে বেড়াতে যান। সেখানে বার্কশায়ারের কাছাকাছি হ্যাম্পশায়ারে হুক নামে একটি গ্রামে সাতটি বেডরুমের একটি বাড়ির খোঁজ পান। তারা বাড়িসহ আশপাশের হোটেল ও মদের দোকানগুলোতে ভালোভাবেই খোঁজখবর নিয়েছেন।

সান নিউজ পেপারকে দেওয়া একটি সূত্র মতে, বাড়িটি দেখেই তাদের পছন্দ হয়ে যায়। যদিও তারা জানেন, তাদের ক্যারিয়ারের সাফল্যের এ সময়ে আমেরিকা ছেড়ে লন্ডনে গিয়ে বসবাস করাটা তাদের জন্য মোটেও ঠিক হবে না। তারপরও ‘জে-লো’র ব্রিটিশ লাইফস্টাইলের প্রতি ভালোলাগার কারণেই বাড়িটি কেনার পরিকল্পনা করছেন তারা।

জানা যায়, ২০১১ সালে ‘এক্স-ম্যান : ফাস্ট ক্লাস’ ছবির সেটে ২৩ বছর বয়সী জেনিফারের সঙ্গে ২৪ বছর বয়সী সহ-অভিনেতা নিকোলাসের প্রথম দেখা হয় তারপর একে অপরের প্রেমে পড়েন। অবশ্যই ২০১৩-এর জানুয়ারিতে তাদের বিচ্ছেদ ঘটে। কিন্তু চলতি বছরের জুলাইয়ে নতুন ‘এক্স-ম্যান’র সিক্যুয়ালে জুটিবদ্ধ হওয়ায় পুনরায় তাদের সম্পর্ক নতুন করে শুরু হয়। এ বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও এ তারকা জুটিকে একসঙ্গে উপস্থিত হতে দেখা গেছে। এ ছাড়া অতিসম্প্রতি একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে লন্ডনে বাড়ি কেনার পরিকল্পনা স্পষ্ট বলে দিচ্ছে, নিজেদের সম্পর্ক নিয়ে তারা সত্যিই সিরিয়াস।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone