দেশ ছাড়তে শুরু করেছে মিয়ানমার নাগরিকরা
সেনাবাহিনীর গুম- অপহরণ-হত্যা আর গেফতার আতঙ্কে অতিষ্ঠ নাগরিকরা এবার মিয়ানমার ছাড়তে শুরু করেছে। ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, শনিবার সেনা অভ্যুত্থানের অশান্তি এড়াতে প্রায় অর্ধশত মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছেন। আসাম রাইফেলস প্যারামিলিটারি ফোর্সের এক কর্মকর্তা জানান ৮ পুলিশসহ ৪৮ জন মিয়ানমার নাগরিক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে প্রবেশ করেছে। অভ্যুত্থান বিরোধী আন্দোলনে নেই, অথচ বর্তমান শাসকদের মেনে নিতে পারছেন না, এমন সব রয়েছেন এই দলে। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা আরও জানান, আরো কমপক্ষে ৮৫ মিয়ানমার নাগরিক ভারতে প্রবেশের অপেক্ষায় আছেন। বিক্ষোভে গুলি, গণ- গ্রেফতার, রাত নামলেই বাড়ি বাড়ি তল্লাশি, ইন্টারনেট বন্ধ, নিরাপত্তার নামে নাগরিক হয়রানি- এসব কারণেই মিয়ানমারের নাগরিকরা দেশত্যাগে বাধ্য হচ্ছেন।
ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, পুলিশসহ যারা ইতোমধ্যে ভারতে প্রবেশ করেছে- তারা মিয়ানমারের বর্তমান সামরিক সরকারের অধীনে কাজ করতে চান না বলেই পালিয়েছেন। আর এদেরকেই ফেরত চেয়ে ভারতের মিজোরামের চম্পাই জেলার কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মিয়ানমার সেনা সরকার।