বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, December 25, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের করোনা সহায়তা বিল সিনেটে পাস

বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের করোনা সহায়তা বিল সিনেটে পাস 

aa47c62cd0089de3eceed5c9008a5ac5-5f3d1a6c849af

করোনাভাইরাস মহামারিতে বিপাকে পড়া মার্কিন নাগরিকদের সহায়তা করতে প্রেসিডেন্ট জো বাইডেনের কোভিড-১৯ ত্রাণ সহায়তা পরিকল্পনার ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বিলে অনুমোদন দিয়েছে সিনেট। শনিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পুরোপুরি পার্টি লাইন ভোটাভুটিতে বিলটি ৫০-৪৯ ভোটে পাস হয়। খবর রয়টার্সের

শনিবার সিনেট অধিবেশনে আইনপ্রণেতাদের দীর্ঘ আলোচনা ও বিতর্ক  শেষে এই বিলের অনুমোদন মিলেছে। দলীয় সিদ্ধান্ত অনুসারে প্যাকেজের পক্ষে-বিপক্ষে ভোট পড়েছে। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে সব রিপাবলিকান সিনেটরই এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন বলে জানা গেছে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ আগেই এই করোনা প্যাকেজের পরিকল্পনা জানিয়েছিলেন। সে হিসেবে গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্টের প্যাকেজটি অনুমোদন দেয় কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটররা মনে করছেন মঙ্গলবার (৯ মার্চ) এই প্যাকেজটি অনুমোদন পাবে। প্যাকেজটি সিনেটে অনুমোদন পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘অগ্রগতির আকেটি বড় পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় তিনি আবারও দেশবাসীর জন্য কাজ করার প্রতিজ্ঞা করেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, অনেক বেশি মানুষের কাছে এই বিলটি অনেক বেশি সহায়তা পৌঁছাতে সক্ষম হবে। গত কয়েক দশকে কেন্দ্রীয় সরকার যেটা করতে পারেনি, এই বিল তার চেয়ে বেশি ফলপ্রসূ হবে।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone