বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, December 25, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » সিরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ১৮ জন নিহত এবং ৩ জন আহত

সিরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ১৮ জন নিহত এবং ৩ জন আহত 

Blast-696x464

মধ্যাঞ্চলীয় হোমা প্রদেশে  দু’টি স্থলমাইন বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র। আল-ইকবারিয়া চ্যানেল জানায়, সালামিয়াহ নগরীর কাছে সন্ত্রাসী গ্রুপের পেতে রাখা  দু’টি স্থলমাইনের বিস্ফোরণে কমপক্ষে আরো তিনজন আহত হয়েছে। নিহত সকলেই বেসামরিক নাগরিক। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, নিহতরা ছত্রাক চাষী বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ জানায়, সিরিয়ার সংঘাতপূর্ণ বিভিন্ন এলাকায় এক কোটিরও বেশি মানুষ বসবাস করে। গত জানুয়ারিতে অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স ওয়াচডগের হিসাব অনুযায়ী, সিরিয়া বিভিন্ন অস্ত্রের বিস্ফোরণে ১৯২ জনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ৬৫ শতাংশ ঘটে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এবং স্থলমাইন বিস্ফোরণে ৫ শতাংশের মৃত্যু হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone