বেনাপোলে চলছে শোকের মাতম : ৩ দিনের শোক ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় নিহত বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীর লাশ এসে পৌঁছালে গোটা বেনাপোল জুড়ে শোকের মাতম চলছে। নিহতদের স্মরণে বেনাপোলসহ শার্শা উপজেলায় ১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বেনাপোল পৌরসভার পক্ষে মেয়র আশরাফুল আলম লিটন ৩ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নির্মিত রাখা হয়েছে।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে বেনাপোলে ছুটে এসেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ। আজ রোববার দুপুর ২ টায় বেনাপোল বল ফিল্ড মাঠে নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক দলের অংশ গ্রহণ করবেন।
শনিবার রাতে মুজিবনগরে পিকনিক শেষে বেনাপোলে ফেরার পথে চৌগাছার ঝাউতলা কাঁদবিলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে। মর্মান্তিক এ দুর্ঘটনায় ৭ জন মারা যায় ও ৪৭ জন আহত হয়।
নিহতদের মধ্যে আপন দুই বোন সুরাইয়া (১১) ও জেবিয়া আক্তার (৮) ছাড়া রয়েছে বেনাপোলের ছোট আচড়া গ্রামের মিথিলা (১১), রুনা (১০) শান্ত (১১) ও গাজিপুর গ্রামের সাব্বির হোসেন (১০) ও নামাজগ্রামের আঁখি (১১)।