গিনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে : ৯৮ জন
ইকুয়েটোরিয়াল গিনিতে সেনাব্যারাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। আহত হয়েছেন কয়েকশ লোক। রবিবার দেশটির সবচেয়ে বড় শহর বাটাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তদন্ত শুরু করেছে প্রশাসন। খবর বিবিসির
সোমবার ধ্বংসস্তূপের মধ্যে মৃতদেহ খোঁজ করেন স্বেচ্ছাসেবীরা। প্রাথমিকভাবে ৩১ জন নিহত হন বলে ধারণা করা হলেও উদ্ধার অভিযানের পর তা বেড়ে দাঁড়ায় তিন গুণের বেশি। তিনটি শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে শহরের অনেক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গিনির প্রেসিডেন্ট তেওডোরো ওবিয়াং নাগুয়েমা। এক বিবৃতিতে তিনি জানান, এনকোয়ানতোমা সামরিক ঘাঁটিতে ডিনামাইটের মজুতে অবহেলার কারণে বিস্ফোরণ ঘটেছে।