কানাডার ইতিহাসে প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান হিসেবে নিয়োগ পেলেন প্রথম নারী
কানাডার সামরিক বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে একজন নারীকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো । লে. জেনারেল ফ্রান্সেস অ্যালেনকে প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। খবর এএফপির। এর আগে এই শীর্ষ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির বিভিন্ন অভিযোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠায় এ নিয়োগ দেয়া হলো। সামরিক বাহিনীর এক বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান হিসেবে লে. জেনারেল ফ্রান্সেস অ্যালেনের নাম ঘোষণা করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘কানাডার ইতিহাসে এই প্রথমবারের মতো প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান পদে একজন শক্তিশালী নারীকে দেখে আমি অত্যন্ত আনন্দিত।’