বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » কানাডার ইতিহাসে প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান হিসেবে নিয়োগ পেলেন প্রথম নারী

কানাডার ইতিহাসে প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান হিসেবে নিয়োগ পেলেন প্রথম নারী 

images

কানাডার সামরিক বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে একজন নারীকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো । লে. জেনারেল ফ্রান্সেস অ্যালেনকে প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। খবর এএফপির। এর আগে এই শীর্ষ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির বিভিন্ন অভিযোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠায় এ নিয়োগ দেয়া হলো। সামরিক বাহিনীর এক বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান হিসেবে লে. জেনারেল ফ্রান্সেস অ্যালেনের নাম ঘোষণা করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘কানাডার ইতিহাসে এই প্রথমবারের মতো প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান পদে একজন শক্তিশালী নারীকে দেখে আমি অত্যন্ত আনন্দিত।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone