ব্রাজিলে করোনায় ১ দিনে রেকর্ড সংখ্যক মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে দিশেহারা ব্রাজিল। এই ভাইরাসের তাণ্ডবে এরই মধ্যে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে লাতিন আমেরিকার এই দেশটি। আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে। বুধবার দেশটিতে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিদিনের মৃত্যুর হিসেবে বলা হয়েছে, দেশটিতে মোট ১ হাজার ৯শ’ ৭২ জন লোক করোনায় মারা গেছে। বিশ্বে একদিনের মৃত্যুর হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এ বৈশ্বিক ভাইরাসে ল্যাটিন আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল দ্রুত করোনাভাইরাসের নতুন বৈশ্বিক কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এনিয়ে ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১২ হাজার ৪০০ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৭ হাজার ৫৮৯ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে ৯ হাজার ২৫৮ জন বেড়েছে। কোভিড-১৯ ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ফ্রান্স ও স্পেনের পর ষষ্ঠ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। শুধু ব্রাজিল নয়, পেরু, চিলি, কলম্বিয়ার মতো দেশেও দ্রুত করোনা ছড়াচ্ছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, করোনার ফলে ল্য়াটিন অ্যামেরিকা ও ক্যারিবিয়ানে প্রবল খাদ্যসংকট দেখা দিতে পারে।