বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » প্রথমবারের মতো তিন দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রথমবারের মতো তিন দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 

11

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো শুক্রবার অষ্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতৃবৃন্দের সঙ্গে যৌথ আলোচনায় বসতে যাচ্ছেন। চীনের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তারের মোকাবিলায় গঠিত নতুন জোটকে আরও গতিশীল করাই হবে তাঁর এ আলোচনার লক্ষ্য। খবর এএফপির। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেছেন, ইন্দো-প্যাসিপিক অঞ্চলে আমাদের অংশীদারদের সঙ্গে নিবিড় সহযোগিতার গুরুত্ব বিবেচনায় বাইডেন আগে ভাগে বহুপক্ষীয় এ আলোচনার উদ্যোগ নিয়েছেন। চীনের আগ্রাসী ভূমিকা মোকাবেলায় ২০০৭ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তথাকথিত এই ‘কোয়াড’ বা চারপক্ষীয় জোট গঠনের উদ্যোগ নেন।

বৈঠককে সামনে রেখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সাংবাদিকদের বলেন, ‘বাইডেন একে (জোটের সম্পর্ক) আরেক মাত্রায় নিয়ে যাচ্ছেন। আমাদের এ অঞ্চলের জন্য এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি আমাদের সমর্থনের বিষয়ে এটি এই অঞ্চলে এক শক্ত বার্তা পাঠাবে।’ শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ভারত। বৈঠকের আলোচ্যসূচিতে অগ্রাধিকারের তালিকায় থাকা ইস্যুগুলোর অন্যতম জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ মহামারি। এদিকে এর আগে গত ১৮ ডিসেম্বর কোয়াডের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনু্িষ্ঠত হয়। বাইডেন নির্বাচিত হওয়ার পর চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত আর্টিকেলে ভারতের প্রতি কোয়াড ছাড়ার আহবান জানানো হয়েছিল। কিন্তু গত বছর হিমালয় এলাকায় চীনের সামরিক বাহিনীর হামলায় ২০ ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর বেইজিং নিয়ে নয়াদিল্লীর মনোভাব আরো কঠোর আকার ধারণ করে। এদিকে অষ্ট্রেলিয়ার সঙ্গেও চীনের সম্পর্কের অবনতি হওয়ায় দেশটি কোয়াডে অংশ নেয়ার বিষয়ে আগ্রহী হয়ে ওঠে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone