শ্বশুরকে গৃহবন্দী করার নির্দেশ দিলেন মুহাম্মাদ বিন সালমান
সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তার শ্বশুর মাশহুর বিন আব্দুল আজিজকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন। তবে ঠিক কবে থেকে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন তা জানা যায়নি। সৌদি আরবের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ইরানের ফার্স বার্তা সংস্থা ও মেহের নিউজ এ খবর দিয়েছে।সৌদি আরবের নিরাপত্তা সংস্থাকে না জানিয়ে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর এই নির্দেশ জারি করেন বিন সালমান। তবে ঠিক কবে থেকে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন তা স্পষ্ট নয়। মাশহুর বিন আব্দুল আজিজ হচ্ছেন যুবরাজের স্ত্রী সারার বাবা। একইসঙ্গে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সৎ ভাই। সৌদি যুবরাজ বিন সালমান এ পর্যন্ত দুইশ’র বেশি যুবরাজ ও রাজনীতিবিদকে আটক করেছেন এবং এদের অনেকেই অর্থের মাধ্যমে মুক্তি পান। দুর্নীতির বিরুদ্ধে এক অভিযান পরিচালনায় সৌদি যুবরাজ বেশ কয়েক হাজার কোটি ডলার জরিমানা আদায় করেন। এছাড়া সাংবাদিক নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে যুবরাজের বিরুদ্ধে।