জামালের জন্য কলকাতার ক্লাবকে চিঠি দিল বাফুফে
জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং দেশের ফুটবল জগতের সবচেয়ে বড় তারকা জামাল ভূঁইয়া এখন কলকাতার মোহামেডান ক্লাবে খেলেন। তবে এখন তার জন্য এসে গেছে জাতীয় দলে খেলার ডাক। এ মাসেই নেপালে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট খেলতে উড়াল দেবে বাংলাদেশ। এই সফরের আগে অধিনায়ক জামালকে ফিরে পেতে কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আসলে সূচির কারণেই জামালকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। ২৩ মার্চ থেকে শুরু ত্রিদেশীয় সিরিজ। কিন্তু ২১ মার্চ কলকাতা মোহামেডানের হয়ে জামালের খেলা আছে। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গতকাল বলেছেন, ‘নিয়ম আছে ফিফা উইন্ডোতে জাতীয় দল ডাকলে ক্লাবগুলো খেলোয়াড়কে ছাড়তে বাধ্য। সে নিয়ম মেনেই আমরা আমাদের খেলোয়াড়কে চেয়ে কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছি। দেখি তারা কী বলে। জামাল নিজে খেলতে না চাইলে সেটা আবার ভিন্ন কথা’।
নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টটি ২৩ মার্চ শুরু হয়ে ২৯ মার্চ শেষ হবে। টুর্নামেন্টকে সামনে রেখে ১৩ মার্চ থেকে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। জামাল ভূঁইয়া আগেই জানিয়েছেন তিনি এই টুর্নামেন্টে খেলতে চান। তবে জামাল ভূঁইয়া কবে জাতীয় দলে যোগ দিতে পারবেন তা নির্ভর করছে কলকাতা মোহামেডানের সিদ্ধান্তের ওপর। এর মধ্যেই গতকাল এ টুর্নামেন্ট উপলক্ষে ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন জেমি ডে। সেই দলের অধিনায়ক হিসেবে আছেন জামাল ভূঁইয়া।