পল্টনে বিএনপি অফিসের পাশের ভবনে এসি বিস্ফোরণ, আহত ৩
রাজধানীর পল্টনে বিএনপি অফিসের পাশে ভিক্টোরি হোটেলের পঞ্চম তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে হোটেলের গ্লাস ভেঙে পড়ে আহত হয়েছেন তিন পথচারী।
পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিকী জানান, ধারণা করা হচ্ছে ভিক্টোরি হোটেলের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আমরা এ পর্যন্ত তিনজন আহত হওয়ার সংবাদ পেয়েছি। আমরা ঘটনাস্থলে আছি। আহতদের মধ্যে একজন গুরুতর, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted in: জাতীয়