বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২৭ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২৭ জনের প্রাণহানি 

56833060_101

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি খাড়া গিরিখাতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ কমপক্ষে ২৭ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। বুধবার রাতে পশ্চিম জাভার সামদাং জেলায় একটি খাড়া গিরিখাতে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র। খবরে বলা হয়, পশ্চিম জাভার সামদাং জেলায় বুধবার রাতে এ মর্মান্তিক বাস দুর্ঘটনার পর উদ্ধার কর্মীরা প্রাণে বেঁচে যাওয়া আহতদের টেনে তুলতে ক্রেন ব্যবহার করে রাতভর কাজ করতে দেখা যায়। কর্তৃপক্ষ জানায়, বাসটি ২০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যায়। এসময় রাস্তায় আলোর স্বল্পতা এবং বাসটিতে ৬৬ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে চালক, শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্ক যাত্রী রয়েছে। এ দুর্ঘটনায় ৩৯ জন প্রাণে বেঁচে গেছে। বাসটি পশ্চিম জাভার ধর্মীয় একটি পবিত্র স্থান থেকে সাবাং শহরে ফিরছিল। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone