ব্রিটিশ মেয়েদের খতনা দিচ্ছে সিঙ্গাপুর
ইন্টারন্যাশনাল ডেস্ক : ব্রিটেনের মেয়ে শিশুদের খতনা করার অফার দিচ্ছে এশিয়ার দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুরের মতো দূরপ্রাচ্যের দেশগুলোর ক্লিনিকগুলোও একই ধরনের অফার দেয়ার প্রমাণ পেয়েছে বিবিসি অনুসন্ধান দল।
বিবিসি রোববার জানিয়েছে, ২০ হাজারের বেশি যুক্তরাজ্যের মেয়ে শিশুর আংশিক কিংবা সম্পূর্ণ খতনা করায় মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন। সিঙ্গাপুরের ছয়টি ক্লিনিকে এই খতনা দেয়ার প্রমাণ তারা পেয়েছেন। সিঙ্গাপুরে এই অঙ্গহানি ‘সুন্নত’ নামে পরিচিত। এবং তা এখানে বৈধ। তবে ৩০ বছরের আগে ব্রিটিশ নারীদের খতনা করা বেআইনি।
ছয়টি ক্লিনিকে যোগাযোগ করে জানা গেছে, এরমধ্যে তিনটি ক্লিনিক আন্ডারট্যাকেন নিয়ে ব্রিটিশ তরুণীদের খতনা দিয়ে থাকে।