সু চির বিরুদ্ধে অবৈধভাবে স্বর্ণ-অর্থ নেওয়ার অভিযোগ
ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ক্ষমতায় থাকাকালীন অবৈধভাবে সোনা ও ছয় লাখ মার্কিন ডলার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ তুলেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। তবে এই অভিযোগের বিরুদ্ধে সামরিক জান্তা সরকার এখনও কোনো প্রমাণ দেখাতে পারেনি। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যও দুর্নীতিতে জড়িত ছিলেন বলে দাবি করেছেন সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন।
বিবিসি বৃহস্পতিবারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে লিখেছে, গত ১ ফেব্রুয়ারি সু চি ও তার নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখলের পর সামরিক বাহিনীর পক্ষ থেকে মিয়ানমারের নেত্রীর বিরুদ্ধে ওঠা এটাই সবচেয়ে গুরুতর অভিযোগ। প্রায় পাঁচ সপ্তাহ ধরে সু চি বন্দি রয়েছেন। তাকে কোথায় রাখা হয়েছে সেটাও পরিষ্কার নয়। তাকে গ্রেফতারের পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক নতুন অভিযোগ আনা হচ্ছে।তবে সু চি কার কাছ থেকে কী কারণে এই বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ গ্রহণ করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। জেনারেল জাও মিন তুন বলেছেন, এসব তথ্যটি যাচাই করা হয়েছে এবং এ বিষয়ে অনেক লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।