বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড স্কোয়াড ঘোষণা, অধিনায়ক লাথাম
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। কনুইয়ের ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন খেলছেন না। তাই দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম লাথামকে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল ও উইল ইয়ং। ডানেডিনে আগামী ২০ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে হবে বাকি দুই ম্যাচ। ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুদল।
একনজরে নিউজিল্যান্ড স্কোয়াড:
টম লাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর ও উইল ইয়ং।